Money Matters
By Md Assadujjaman Jewel
- Release Date: 2022-04-08
- Genre: Economics
Description
উন্নত করতে হলে আপনাকে বিদেশী ঋণ এনে ফেক (Fake) ডেভেলপ বন্ধ করতে হবে। কারণ ঋণ মানে ফাঁদ- debt trap এবং ঋণ এমন একটি জিনিস যার সাথে লড়াই করতে হয়। এইসব ঋণের জন্য কে দায়ী? অর্থনীতিবিদরা ও রাজনীতিবিদরা? নাকি জনগণ? নাকি উভয়ই দোষী? জনগণের কি দোষ? ঋণ খেলাপি জনগণের মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। বড় বড় ঋণ খেলাপি যারা করে তাদেরকে আমরা আসলে স্যার বলে সম্বেধন করে থাকি। আসলে উন্নত বা ডেভেলপ মানে কি অধিকাংশ রাজনীতিবিদরা ও জনগণ জানেই না এবং তাদেরকে এই সব সম্পর্কে ভালো ও সুস্ঠ জ্ঞান অর্জন করতে হবে। আমাদের মনে রাখতে হবে বিদেশী ঋণ এবং অধিক হারে অর্থ ছাপিয়ে এর পূর্বে অনেক দেশ ধ্বংস হয়েছে। এবং আমরা জানি বর্তমানে মেগা প্রজেক্ট করতে গিয়ে শ্রীলঙ্কার অর্থনীতি ধ্বংস হয়েছে (২০২২) ।

